Banner

ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে বাবাও মেয়েকে ধর্ষণ করা শুরু করলো।।

 


শুনতে অবাক লাগলেও ১৭ বছরের এক কিশোরী তার ৭২ বছর বয়সী বাবা ইব্রাহিম ডানলামি ইউনুসার এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কিশোরীর অভিযোগ হল তার বাবা তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসায় সে মাসের অন্তসত্বা হয়ে পড়েছেনঘটনাটি নাইজেরিয়ার গোম্বে প্রদেশের ইয়ামালতু দেবা নামক স্থানে দাদিদ কোয়া প্রদেশে ঘটেছে





আরো অবাক হবেন যে, সে বড় ভাইয়ের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণের অভিযোগ এনেছেন। বিবরণে ডিসেম্বর ২০১৮  থেকে ২০১৯ সালের জানুয়ারি মাসের মধ্যে তার ভাই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই কিশোরী

চলতি বছরের সেপ্টেম্বর মাসে আদালতে দায়ের করা মামলার অভিযোগপত্রে ১৭ বছরের ওই কিশোরী জানান, বড় ভাই ইউসুফ তাকে ধর্ষণ করছে এই কথা যখন বাবাকে জানানো হয় তারপর থেকে বাবাও তাকে ধর্ষণ করতে শুরু করে।মেয়েটি বাবার অপকর্মের বাধা দিতে গেলে বাবা তাকে পিতৃত্ব থেকে ত্যাজ্য করার হুমকি দিতেন

এক সময় মেয়েটি সন্তান সম্ভবা হয়ে পড়লেন। কিন্তু  ঐ সন্তানের দায় বাবা বা ভাই তাদের কেউ নিতে নারাজ। ফলে বাধ্য হয়েই মেয়েটি আদালতের দ্বারস্থ হন



কিশোরী আদালতকে বলেন, ‘আমার বাবা এবং ভাই বহুবার আমাকে ধর্ষণ করেছে। যার ফলে আজ আমি গর্ব্বতী। বিষয়টি আমি তাদেরকে জানালে তারা এর দায় নিতে অস্বীকার করেন।যার কারণে আমি আদালতে আসতে বাধ্য হয়েছি।

আদালতের জিজ্ঞাসাবাদেও ওই কিশোরীর বাবা নিজের মেয়েকে ধর্ষণের কথা অস্বীকার করেছেন। কিশোরীর বাবার দাবি তার মেয়ে এক ট্যাক্সি চালকের সঙ্গে প্রেম করতো। সেই ট্যাক্সি চালকই হয়তো তার মেয়ের গর্ভের সন্তানের বাবা

ইব্রাহিম তার মেয়েকে ধর্ষণের ক্ষেত্রে তার ছেলের দায়ও অস্বীকার করেছেন। বাবার দাবি তার মেয়ে যখন গর্ভবতী হয় তখন তার ছেলে ইউসুফ বাড়িতেই ছিলো না। এমনকি ওই শহরের বাইরে ছিলো

তবে কিশোরীর বাবা স্বীকার করেছেন যে তার মেয়ে একবার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলো

কিশোরীর বাবা আদালতকে আরো জানান, যে তিনি তার গর্ভবতী মেয়ের গর্ভপাত ঘটানোর জন্য তার মা’কে টাকাও দিয়েছিলেন।যিনি তার আগের ঘরের স্ত্রী। যার সঙ্গে এখন তার সম্পর্ক নেই

আদালত সবকিছু শুনে বিষয়টির র্পূর্ণাঙ্গ তদন্ত করে, বিচার মন্ত্রণালয়ের পরামর্শ মতো কাজ করার আদেশ দিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ