Banner

টিপ পরার প্রতিবাদে অভিনেতাদেরকে 'পাগল' আখ্যা দিলেন সিদ্দিক।

 ঢাকার ব্যস্ত রাস্তায় কলেজে যাওয়ার সময় হেনস্তার শিকার হয়েছেন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তার অভিযোগ, একটি মধ্যবয়সী, দাড়িওয়ালা ব্যক্তি তাকে টিপ পরার জন্য তাচ্ছিল্য করে গালি দেন। 

এই ব্যক্তির গায়ে পুলিশি ইউনিফর্ম ছিল এবং যখন শিক্ষিকা প্রতিবাদ জানাতে যান, তখন ওই ব্যক্তি তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান। পরবর্তীতে, ড. লতা সমাদ্দার শেরেবাংলা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।

এই ঘটনার পর থেকে সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়, যেখানে বিভিন্ন শ্রেণির মানুষ, including অভিনেতা, নিজেদের মতামত প্রকাশ করেন। এই আলোচনার মধ্যে অভিনেতা সিদ্দিকুর রহমানের মন্তব্য বেশ আলোচিত হয়েছে। তিনি মন্তব্য করেছেন যে, যারা টিপ পরার প্রতিবাদ করছেন, তাদের তিনি "পাগল" হিসেবে অভিহিত করেছেন।




সিদ্দিক তার ভেরিফাইড পেজে আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, এবং মনোজ প্রামাণিকের টিপ পরা ছবিগুলি শেয়ার করে বলেন, "আমরা কি সত্যিই দিন দিন পাগল হয়ে যাচ্ছি?" তিনি আরো বলেন, "আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে আমাদের এই ধরনের পাগলদের হাত থেকে রক্ষা করুন। রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ্‌ আমাদের সবাইকে হেফাজত করুন এবং ক্ষমা করুন। আমীন।"

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডে ড. লতা সমাদ্দার কলেজে যাওয়ার পথে এই উত্ত্যক্ততার শিকার হন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ