রমজান মাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই রাতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার মুক্তি এবং দুনিয়ার হেদায়েতের জন্য নাজিল হয় পবিত্র কুরআনুল কারীম।
এই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ কিছু দোয়া পড়েছেন, যা ক্ষমার প্রার্থনা ও আল্লাহর কাছে নাজাত কামনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই সেই বিশেষ দোয়াগুলো।
বিশেষ দোয়া:
রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোর যে কোনো একটিতে লাইলাতুল কদর সংঘটিত হয়। মুমিন মুসলমানরা এই ফজিলতের রাতটি পাওয়ার আশায় ইতেকাফে বসেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজীবন ইতেকাফ করতেন এবং বিশেষ একটি দোয়ার নির্দেশ দিয়েছেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন:
"একবার আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম, 'হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদরের রাত পাই, তাহলে আমি কোন দোয়া পড়বো?'
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে:
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
(উচ্চারণ): 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।'
অর্থ: 'হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।' (তিরমিজি, মুসনাদে আহমাদ)
কুরআনের উল্লেখিত ক্ষমার দোয়া:
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বহু ক্ষমার দোয়া উল্লেখ করেছেন, যা আমরা প্রতিদিনের নামাজে, সেজদায় বা সাধারণ সময়ে পড়তে পারি। নিচে কয়েকটি উল্লেখযোগ্য দোয়া দেওয়া হলো:
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
(উচ্চারণ): 'রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন।'
অর্থ: 'হে আমার প্রভু! আমাকে ক্ষমা করুন এবং রহম করুন; আপনিই সর্বশ্রেষ্ঠ রহমকারী।' (সুরা মুমিনুন: ১১৮)رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
(উচ্চারণ): 'রাব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আংতা খাইরুর রাহিমিন।'
অর্থ: 'হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান এনেছি। সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর।' (সুরা মুমিনুন: ১০৯)رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ
(উচ্চারণ): 'রাব্বি ইন্নি জ্বালামতু নাফসি ফাগফিরলি।'
অর্থ: 'হে প্রভু! নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন।' (সুরা কাসাস: ১৬)رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
(উচ্চারণ): 'রাব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়া ক্বিনা আজাবান নার।'
অর্থ: 'হে আমাদের রব! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ ক্ষমা কর এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা কর।' (সুরা আল ইমরান: ১৬)رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
(উচ্চারণ): 'রাব্বানা জ্বালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।'
অর্থ: 'হে আমাদের প্রভু! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি আমাদের ক্ষমা না করলে এবং আমাদের প্রতি দয়া না করলে, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।' (সুরা আরাফ: ২৩)رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
(উচ্চারণ): 'রাব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।'
অর্থ: 'হে আমাদের প্রভু! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন তুমি আমাকে, আমার বাবা-মাকে ও মুমিনদেরকে ক্ষমা কর।' (সুরা ইবরাহিম: ৪১)سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ
(উচ্চারণ): 'সামিনা ওয়া আত্বানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাছির।'
অর্থ: 'আমরা (আপনার বিধান) শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন। আপনার দিকেই তো (আমাদের) ফিরে যেতে হবে।’ (সুরা আল-বাকারাহ: ২৮৫)رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلاَنَا
(উচ্চারণ): 'ওয়াফু আন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা আংতা মাওলানা ফাংছুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।'
অর্থ: 'হে আমাদের রব! যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই, সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়ো না। আমাদের পাপ মোচন করুন। আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। তুমিই আমাদের প্রভু।' (সুরা বাকারাহ: ২৮৬)رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ
(উচ্চারণ): 'রাব্বানাগফিরলানা ওয়ালি ইখওয়ানিনাল্লাজিনা সাবাকুনা বিল ঈমানি।'
অর্থ: 'হে আমাদের প্রভু! আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও ক্ষমা করুন।' (সুরা হাশর: ১০)رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
(উচ্চারণ): 'রাব্বানা ফাগফিরলানা জুনুবানা ওয়া কাফফির আন্না সায়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার।'
অর্থ: 'হে আমাদের প্রভু! আমাদের পাপগুলো ক্ষমা করুন, আমাদের ভুলগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের পরিণতি দান করুন।' (সুরা আল ইমরান)
0 মন্তব্যসমূহ