আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার আছে যেগুলো আমরা সচারাচর মেনে থাকি কিন্তু ইসলামে এর কোন ভিত্তি বা ব্যাকা নেই।
তবে হিন্দু ধর্মে বিশেষ করে সনাতন ধর্মে এই নীতিগুলো বেশি মেনে চলে।ধার দেয়া নেয়া একটি সামাজিক রীতি মাত্র কিন্তু এগুলোতে কখনো কারো ক্ষতি হয় না বরং যিনি ধার নিলেন তার অনেক উপকার হয়।এবং সঠিক সময় ধার নেয়া জিনিস ফিরিয়ে দেয়াই তার কর্তব্য। আসুন জেনে নেই সেই চারটি জিনিস যা হিন্দু ধর্মে বেশি মানে।
১) কলম- সনাতন নীতি অনুযায়ী, কলম হল ভালো কর্ম করার অন্যতম অস্ত্র। এটি কাউকে দেওয়া মানে নিজের কর্মের প্রাপ্তিকে অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া।
আসলে এর কোন সঠিক ব্যাখা কোথাও পাওয়া যায় নি।
২) বই- বই হল জ্ঞানের ভান্ডার। সনাতন নীতি অনুযায়ী একে ধার দেওয়া মানে নিজের জ্ঞানের পরিমাণ অন্যকে
দিয়ে দেওয়া।
৩) রুমাল—সনাতন ধর্মমতে, রুমালকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই বিশ্বাস অনুযায়ী, রুমাল দিয়ে মুখ ও কপালের ঘাম মোছা হয়, আর কপাল হলো ভাগ্যের প্রতীক। এই ঘাম মোছার প্রক্রিয়াকে অনেকেই নিজের ভাগ্যের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন। তারা বিশ্বাস করেন, টাকার ব্যাগে একটি রুমাল রাখা মানে নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো। সনাতন নীতিতে রুমালকে শুধুমাত্র দৈনন্দিন ব্যবহারিক উপকরণ হিসেবে নয়, বরং ভাগ্যকে প্রভাবিত করার একটি মাধ্যম হিসেবেও গণ্য করা হয়।
৪) তাদের মতে ব্যবহার এর পোশাক- অন্যের সঙ্গে আদান প্রদান করা মানে সেই ব্যক্তির ইতিবাচক বা নেতিবাচক দুই স্বত্তাকেই ভাগ করে নেওয়া।
0 মন্তব্যসমূহ