আল্লাহ চাইলে সব পারেন, নিঃসন্তান কেও সন্তান দান
তার জন্য শুধু ইচ্ছা মাত্র। তাইতো ফাইজুর রহমান এবং লাকী বেগম এর দাম্পত্যজীবন ১০ বছরের।
অনেক চেষ্টার পরেও তাদের কোন সন্তান হচ্ছিল না।
অবশেষে আজ বুধবার তাদের কোল আলো করে জন্ম নিল একসঙ্গে চার সন্তান। সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ বাজিতপুর এর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করে চার
সন্তানের জন্ম দেন লাকী। তাদের মধ্যে দুটি ছেলে আর দুটি মেয়ে।
৪ সন্তানের জননী লাকী বেগমের বয়স (২৮) বছর তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতি গ্রামে। লাকী বেগমের বাবার বাড়ি একই
শহরের পশ্চিম গাইলকাটা। তার বাবার নাম মুছা মিয়া।
তার গর্বে সন্তান আসার পর
থেকেই লাকী বেগম জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ইসমত আরার তত্ত্বাবধানে ছিলেন। আজ তিনিই লাকীর অস্ত্রোপচার করেছেন।
0 মন্তব্যসমূহ