আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই।
বন্ধুরা বর্তমান সমাজ
ব্যবস্থায় রাস্তায় বের হওয়াটা খুবই কঠিন। কারণ যেভাবে ছেলে-মেয়েরা রাস্তায় বের হয়
তাতে নিজের চোখ ও মনকে হেফাজত করা খুবই কষ্টকর । এই ধরণের পরিস্থিতি থেকে আমরা
আল্লাহ্র কাছে আশ্রয় চাইতে পারি, কিছু দোয়ার মাধ্যমে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবিকে খারাপ আসক্তি থেকে বাঁচার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। হাদিসে এই বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে:
হযরত আবু আহমাদ শাকাল ইবনু হুমাইদ (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বললাম, "আমাকে একটি দোয়া শিখিয়ে দিন।" তখন তিনি বললেন, তুমি এভাবে দোয়া করো:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي
উচ্চারণ:
"আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শার্রি সাম'ঈ, ওয়া মিন শার্রি বাসারী, ওয়া মিন শার্রি লিসানী, ওয়া মিন শার্রি ক্বালবী, ওয়া মিন শার্রি মনিয়্যী"
0 মন্তব্যসমূহ